রাজধানীর লালবাগ ও শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারি কমিশনার এ এস এম হাফিজুর রহমান জানান, বুধবার রাত সাড়ে সাত টার দিকে লালবাগ থানার শহীদ নগর এলাকায় অভিযান পরিচালনা করে জালটাকা সহ সংঘবদ্ধ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি’র সিরিয়াস ক্রাইম টিম।
গ্রেফতারকৃতরা হলেন- আলম মিয়া ওরফে জানে আলম (২৮) ও আলমগীর(৩০)। এ সময় তাদের নিকট থেকে ৬৩ লাখ ৭৭ হাজার টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়াও শ্যামপুর থানার জুরাইন রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মান্নান মুন্সি (২২)। এ সময় তার নিকট হতে এক হাজার টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়।
ঈদুল আজহাকে কেন্দ্র করে সংঘবদ্ধ জাল টাকা কারবারি চক্র রাজধানীতে আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাংলাদেশি জালনোট পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। বিভিন্ন উৎসব উপলক্ষে তারা জালনোট বাজারজাত করে থাকে। আগামী ঈদকে সামনে রেখে তারা জালনোট মজুদ করছিল বলে জানায়। উক্ত ঘটনা সংক্রান্তে লালবাগ ও শ্যামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস