অভিনেত্রী কাজল যখন ক্যারিয়ারে তুঙ্গে ছিলেন ঠিক সেই সময়ই বিয়ে করেন অভিনেতা অজয় দেবগনকে। এছাড়া এ অভিনেত্রী বিয়ের পর একটি করে সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ঠিক কি কারণে হঠাৎ অজয়কে বিয়ে এবং একটি করে সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন কাজল? এই প্রশ্ন তার ভক্তসহ অনেকের মনে।
এ প্রসঙ্গে কাজল বলেন, ‘ওই সময় আমার সেটিই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। তার আগে আমি আট থেকে নয় বছর কাজ করেছিলাম। তাই আমি কাজ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই এবং অনেকটা সহজ করার চেষ্টা করি।’
তিনি আরো বলেন, ‘আমি বছরে চার থেকে পাঁচটি সিনেমা করতাম। আমি ওই রকম জীবন কাটাতে চাইনি। আমার লক্ষ্য সেটি ছিল না। তখন আমি স্থির করেছিলাম, বিয়ে করে ফেলি এবং বছরে একটি করে সিনেমায় কাজ করি।’
“ভোগ বিএফএফ’স” নামের একটি অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সহ নানা বিষয়ে আলোচনায় এ কথাগুলো বলেন কাজল।
১৯৯৯ সালে বিয়ে করেন কাজল এবং অজয়। তাদের মেয়ে নেশা এবং ছেলে যুগ। ২০০৩ সালে মেয়ের জন্মের পর ফানা, ইউ মি অউর হাম, মাই নেম ইজ খান এবং তানপুর কা সুপারহিরো সিনেমায় অভিনয় করেছেন কাজল। সবশেষ দিলওয়ালে সিনেমায় দেখা গেছে তাকে।
সানবিডি/ঢাকা/এসএস