বরিশালের আগৈলঝাড়ায় ‘মাদক, ধুমপান, এইডস, ভেজাল, খাদ্যে দুষণ ও ফরমালিনকে না বলুন’ এই শ্লোগানকে সামনে রেখে মাদককের বিরুদ্ধে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিসহ স্বেচ্ছাশ্রমে সামাজিক কাজ করে যাচ্ছেন শাহআলম নামের এক ব্যক্তি।
নিজের আর্থিক সচ্ছলতা না থাকলেও একযুগের বেশি সময় ধরে তিনি স্ব-উদ্যোগে মাদক ও ধুমপানসহ বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থীসহ জনগণের মাঝে কাজ করে যাচ্ছেন।
২০০২ সাল থেকে উপজেলা পরিষদ প্রতিষ্ঠাকালীন অবৈতনিক লাইব্রেরিয়ান মো. শাহ আলম নিজ উদ্যোগে মাদক বিরোধী প্রচার অভিযান শুরু করেন। স্কুল-কলেজ, হাট-বাজারসহ অভিভাবকদের মাঝে এর কুফল সম্পর্কে প্রচারণা চালান। ইতোমধ্যে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ক্লাশে ক্লাশে শিক্ষার্থীদের মাঝে মাদক ও ধুমপানের ভয়াবহতা সম্পর্কে বক্তব্য রাখেন ও লিফলেটসহ সিডি প্রদর্শন করেন। পর্যায়ক্রমে উপজেলার সমস্ত বিদ্যালয়ে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান শাহআলম।
মাদক, ধুমপান, এইডস, ভেজাল, খাদ্যে দুষন, ফরমালিন, নারী ও শিশুর উপর গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে বিভিন্ন দফতরে বিনামূল্যে বিতরণসহ জনসমক্ষে প্রদর্শন করছেন।
উপজেলার ফুল্লেশ্রী গ্রামের মৃত শহরআলী রাঢ়ীর ছেলে মো. শাহআলম ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি আগৈলঝাড়া উপজেলা পরিষদের পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাকালীন অবৈতনিক লাইব্রেরিয়ান, স্কাউট লিডার, গীতবিতান সঙ্গীত নিকেতনের সম্পাদক ও আবৃত্তির প্রশিক্ষক, প্রত্যাশা সামাজিক সংগঠনের সহ-সভাপতি, ফুল্লশ্রী একতা তরুণ ক্লাবের সভাপতি, পূর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোসাহী সদস্য, বাবনউদ্দিন তালুকদার এতিমখানার সহকারী শিক্ষক, আল-ফারুক এতিমখানার সহকারী শিক্ষক, আগৈলঝাড়া প্রি-ক্যাডেট স্কুলের শরীরচর্যা শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন।
মো. শাহআলম স্ট্রোক করায় বর্তমানে ঠিকভাবে কথা বলতে পারেন না। শারীরিক অসুস্থতা এবং আর্থিক সংকট থাকা সত্বেও তার অদম্য ইচ্ছাশক্তি মাদক বিরোধী প্রচার অভিযান থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি।
এ বিষয়ে মোা. শাহআলম জানান, রোভার স্কাউট, গার্লস গাইড, সাংবাদিকসহ সচেতন জনগণকে নিয়ে আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত করার চেষ্টা করব।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো