‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির শুটিং শুরুর সময় বেশ সমস্যায় পড়তে হয়েছিল ছবির পরিচালক মোহিত সুরিকে। না, কাস্টদের ডেট নিয়ে কোনও সমস্যা হয়নি। সমস্যার কারণ অর্জুন কপূরের রাতের পার্টি।
সম্প্রতি বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ‘হাফ গার্লফ্রেন্ড’-এর প্রথম পর্যায়ের শুটিং চলছিল দিল্লিতে। প্রতিদিনই শুটিং শেষ করে রাতে পার্টির আয়োজন করতেন অর্জুন কপূর। রোজই নাকি পাঁচতারা হোটেলে বন্ধুবান্ধবদের সঙ্গে লেট নাইট পার্টি করতেন অর্জুন। পার্টির জন্য প্রতি দিনের খরচ হত এক লক্ষ টাকা।
শুধু তাই নয়, ‘লেট নাইট পার্টি’র পর রোজই দেরিতে শুটিং সেটে পৌঁছতেন অর্জুন। নায়কের কাজেও সন্তুষ্ট হতে পারছিলেন না পরিচালক। একের পর এক রি-টেকের ফলে নষ্ট হচ্ছিল সময়, বাড়ছিল প্রোডাকশন কস্ট। শেষমেশ, পরিস্থিতি সামাল দিতে অর্জুন কপূরের সঙ্গে আলাদা করে কথা বলেন পরিচালক মোহিত সুরি। দু’জনের দীর্ঘ ক্ষণ কথাবার্তার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন সব ঠিকঠাক চলছে। কেপ টাউনে ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিংও শেষ হয়ে গিয়েছে।
সানবিডি/ঢাকা/আহো