রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় গোপনসূত্রে একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ৯টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলে পুলিশের অভিযান।
অভিযান চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষক জঙ্গি মুরাদ। এছাড়া আহত হয়েছেন পুলিশের চার কর্মকর্তা।
শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান রূপনগরের আবাসিক এলাকায় জঙ্গি আস্তানার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে রূপনগর থানা পুলিশ জানতে পারে যে রুপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় ৬ তলায় জঙ্গির আস্তানা রয়েছে। সেই সূত্র ধরে রাত সাড়ে ৯টার দিকে অভিযান শুরু করা হয়।
পুলিশের আরেক অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারি বলেন, কল্যাণপুর ও নারায়ণগঞ্জের ঘটনার পর আমরা জঙ্গিদের নতুন আস্তানার সন্ধানে মাঠে নামি। গোপন সংবাদের ভিত্তিতে রুপনগর আবাসিক এলাকায় নতুন জঙ্গি আস্তানার সন্ধান পাই এবং সেখানে অভিযান চালাই।
অভিযান চলাকালে যে চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছে তারা হলেন-ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম, উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোখারী। তাদেরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস