ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফাও খাওয়াকে কেন্দ্র করে ডাইনিং বয়কে মারধোর করেছে ছাত্রলীগের সভাপতি গ্রুপের এক কর্মী। শুক্রবার দুপুর দেড়টার দিকে দুপুরের খাবারের সময় বঙ্গবন্ধু হলের ডাইডনং এ ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং দীর্ঘদিন থেকেই ফাও খেয়ে আসছে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীরা। শুক্রবার সকালের খাবারের টোকেন সংগ্রহের সময় ছাত্রলীগ কর্মী শামীম ওরফে শাকুরের কাছে পূর্বের পাওনা টাকা চাইলে ক্যান্টিন ম্যানেজার তরিকুলকে মারার জন্য তেড়ে যায় ছাত্রলীগের ওই কর্মী। দুপুরের খাবারের সময় সে টিকিট ছাড়াই লাইনে না দাড়িয়ে সবার আগে খাবার নিতে যায়। এ সময় ডাইনিং বয় শুকুর তার কাছে টোকেন চাইলে তাকে মারতে উদ্ধত হয়।
এসময় তাকে তাকে উদ্দেশ্য কওে চেয়ার ছুড়ে মারে। এসময় ডাইনংয়ে উপস্থিত শিক্ষার্থীদেও মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায় সভাপতি সাইফুল ইসলামের মদদপুষ্ট সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম ওরফে বাবু প্রুপের সে একজন সক্রিয় কর্মী। অভিযোগ রয়েছে ছাত্রলীগের ওই কর্মী পূর্বে ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের ক্যাডার ছিল।
পরে আওয়ামীলীগ সরকারের দ্বিতীয় টার্মে ২০১৫ সালের শুরুর দিকে সাংগঠনিক সম্পাদক বাবুর সাথে রাজনীতি শুরু করে। ইংরেজী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রদলের অনুপ্রশেকারী নব্য ছাত্রলীগ শামীম ওরফে শাকুর ছাত্রলীগের প্রভাব খাটিয়ে ক্যান্টিনে ফাও খাওয়াসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। এছাড়া ছাত্রলীগের সভাপতি গ্রুপের ১০ জনেরও বেশি নেতা-কর্মী প্রতিদিন ডাইনংয়ে ফাও খায় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ক্যান্টিনের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন,“প্রতিদিন দলের নাম কওে ১০-১৫ জন করে টাকা না দিয়ে খায়। টাকা চাইতে গেলে তারা ছাত্রলীগের সভাপতিকে দেখিয়ে দেয়। আজও (শুক্রবার) টাকা চাইলে তাদেও একজন ক্ষিপ্ত হয়ে ওঠে।