স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, আইনের বাইরে থাকা জঙ্গিরা আত্মসমর্পণ না করলে তাদেরও আগের জঙ্গিদের পরিণতি বরণ করতে হবে। শনিবার সকালে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনিস্টিটিউটে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মিত জঙ্গিবিরোধী অভিযান হচ্ছে। গতকালকেও মিরপুরে একটা সফল অভিযান হয়েছে। সেখানে এক প্রশিক্ষক নিহত হয়েছে।
তিনি জানান, পুলিশ বাহিনী তাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলো, কিন্তু তাদের কোপানো হয়েছে, গুলি করে আহত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে প্রধানমন্ত্রী আহবান জানিয়েছিলেন আত্মসমর্পণ করার জন্য। অনেকে আত্মসমর্পণ করেছে। যারা আত্মসমর্পণ করেনি তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, যারা ফিরে আসবে না, ভ্রান্ত মতবাদে অটল থাকবে তাদের পরিণতি আগের জঙ্গিদের মতোই হবে।
উল্লেখ্য, এর আগে কল্যাণপুরে এক জঙ্গি আস্তানায় অভিযানে নিহত হয় ৯ জঙ্গি। এরপরে নারায়নগঞ্জে আরেকটি অভিযানে নিহত হয় নিউ জেএমবি’র সামরিক কমান্ডার তামিমসহ ৩ জন। আর সর্বশেষ গতকাল শুক্রবার মীরপুরের রূপনগরের নিহত হয় নিউ জেএমবি’র সামরিক প্রশিক্ষক মুরাদ ওরফে জাহাঙ্গীর।
সানবিডি/ঢাকা/এসএস