রেস্তোরাঁর বিরিয়ানি খাওয়ার পালা শেষ৷ এবার বাড়ির ডাল ভাতে ফিরছেন উসেইন বোল্ট৷ জামাইকান তারকার ওলিম্পিক পরবর্তী সময়টা এভাবে ব্যাখ্যা করাই যায়৷ সোনা জয়ের হ্যাটট্রিকের হ্যাটট্রিক করার পর থেকে বিশ্বের দ্রুততম ব্যক্তিকে কখনও একা দেখা যায়নি৷ লাস্যময়ীদের বেষ্টনেই ‘সোনায় সোহাগা’ হয়ে ছিলেন৷ লন্ডনে লম্বা ছুটি কাটিয়ে এবার নিজের প্রিয়জনের কাছে ফিরলেন বোল্ট৷
খবরের কাগজে ও সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডের সব আপডেটই পাচ্ছিলেন বোল্টের বান্ধবী ক্যাসি বেনেট৷ মার্কিনি ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, মডেলদের সঙ্গে বয়ফ্রেন্ডের রাতভর পার্টি, সবই মন থেকে মেনে নিতে পারছিলেন না ক্যাসি৷ তার জন্য সোশ্যাল মিডিয়ায় বোল্টকে সংযত হওয়ারও পরামর্শ দিয়েছিলেন৷ এসব দেখে অনেকেরই ধারণা হয়েছিল, গত দু’বছর ধরে চলা এই প্রেমে হয়তো ভাঙন ধরতে চলেছে৷ কিন্তু কোথায় কী! সব ধারণা আর জল্পনায় জল ঢেলে দিল বোল্ট ও ক্যাসির নতুন ছবি৷
শুক্রবার স্ন্যাপচ্যাটে বান্ধবী ক্যাসির সঙ্গে ‘হ্যাপি মুড’-এর ছবি পোস্ট করলেন জামাইকান স্প্রিন্টার৷ সঙ্গে লেখা, ‘ফের শুরু৷’ অর্থাৎ বোল্ট বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বুঝিয়ে দিলেন, দেশের বাইরে তিনি যতই আনন্দ ফূর্তি করুন না কেন, বান্ধবীর প্রতি ভালবাসা কিন্তু এতটুকু কমেনি৷
আর ক্যাসি বেনেট? তাঁর মুখেও হাসি৷ বয়ফ্রেন্ডের প্রতি সব রাগ ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে চাইছেন তিনিও৷ তবে কি এবছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই সেলেব জুটি? এবার এই আলোচনাই শুরু হল৷