অনার কিলিং বা সম্মানের খাতিরে মৃত্যু পাকিস্তানে হয়তো এখন পর্যন্ত অনেকে সহ্য করে নিয়েছে। সে দেশের ভাষায় তো- এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু এটা কি করে হয়- অনার কিলিংয়ের নামে মারার আগে তাকে ধর্ষণ করতে হবে? পাকিস্তান বংশোদ্ভুত ব্রিটিশ তরুণী সামিয়া শহীদের বেলায় এমনটি ঘটেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে।
তদন্তের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, শহীদের বাবা এবং পাকিস্তানে তার সাবেক স্বামী মিলেই তাকে হত্যা করেছে।গেল জুলাইতে ব্রিটেন থেকে পাকিস্তানে ডেকে এনে নিজ বাড়িতেই পরিবারের কাছে প্রাণ হারাতে হয় তাকে। পরিবারের কাছে তার অপরাধ ছিল- সে বাড়ির অমতে ব্রিটিশ এক যুবককে বিয়ে করেছিল।
এ ঘটনার পর শহীদের মা এবং বোন পলাতক রয়েছে। অভিযোগ উঠেছে তারাও এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শহীদ হত্যার ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শহীদের বাবা চৌধুরী মো. শহীদ ও তার সাবেক স্বামী চোধুরী মো. শাকিল। তাদেরকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দুই বছর আগে এক ব্রিটিশ যুবককে বিয়ে করেন শহীদ। এরপর তারা দুবাইতে থাকতেন। সম্প্রতি তিনি পাকিস্তানে তার মা-বাবাকে দেখতে এসেছিলেন। আর এই সুযোগে পরিবারের সদস্যরা তাকে হত্যা করে।
অবশ্য, পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শহীদ হার্ট অ্যাটাকে মারা গেছে।
তার দ্বিতীয় স্বামী সৈয়দ মুক্তার কাজিম মনে করেন, শহীদের পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। সে অনার কিলিংয়ের শিকার।
শহীদকে যে মেরে ফেলা হয়েছে- তা ময়নাতদন্তেও বেরিয়ে এসেছে।