বরাবরের মতোই আগস্ট মাসে প্রথম স্থান দখল করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। এর আগে পর পর দুই মাস (জুন-জুলাই) দ্বিতীয় স্থানে ছিল প্রতিষ্ঠানটি। তবে চলতি বছরের প্রথম ৬ মাসের হিসাব করলে শীর্ষেই ছিল লংকা বাংলা সিকিউরিটিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকারহাউজগুলো হচ্ছে- শেলটেক ব্রোকারেজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, বিএলআই সিকিউরিটিজ, এপেক্স ইনভেস্টমেন্ট,পিএফআই সিকিউরিটিজ, এসআইবিএল সিকিউরিটিজ এবং ড্রাগন সিকিউরিটিজ লিমিটেড।সূত্র মতে, আগস্ট মাসে দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে তালিকার তৃতীয় স্থানে ছিল ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকার লিমিটেড। চতুর্থ স্থানে ছিল আইডিএলসি সিকিউরিটিজ, ৫ম স্থানে এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, ৬ষ্ঠ স্থানে সিটি ব্রোকারেজ, ৭ম ইউনিক্যাপ সিকিউরিটিজ, ৮ম স্থানে এমটিবি সিকিউরিটিজ, ৯ম স্থানে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে রয়েল ক্যাপিটাল।
শীর্ষ স্থান দখলের বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী (সোহেল) অর্থসূচককে বলেন, লংকা বাংলা বরাবরের মতোই প্রথম হয়েছে। প্রতিষ্ঠানটি তার গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে এই স্থান দখল করেছে।
সানবিডি/ঢাকা/এসএস