বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াত। এ ছাড়া আজ রোববার বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে দোয়া দিবস পালনের আহ্বান জানানো হয়েছে জামায়াতের সব শাখা ও দেশবাসীর প্রতি। এসব কর্মসূচি ঘোষণা করে গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব মীর কাসেম আলীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় দণ্ডিত করে সরকার হত্যা করেছে।
তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শহীদ মীর কাসেম আলী সম্পূর্ণ নির্দোষ। সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে মীর কাসেম আলীকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, শহীদ মীর কাসেম আলী ছাত্রজীবন থেকেই এ দেশে কল্যাণধর্মী একটি ইসলামিসমাজ কায়েমের জন্য সংগ্রাম করে গিয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
ইসলামী ব্যাংক-বীমাসহ বহু মসজিদ, মাদরাসা, বিভিন্ন ইসলামি ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার ক্ষেত্রে তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। এ দেশের দরিদ্র মানুষ তার কথা আজীবন স্মরণ করবেন।
বিবৃতিতে বলা হয়, মীর কাসেম আলীকে হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার হীনউদ্দেশ্যেই সরকার জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। তার প্রতি ফোঁটা রক্তের বদৌলতে এ দেশে ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার কার্যক্রম আরেক ধাপ এগিয়ে যাবে এবং গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন আরো মজবুত ও দৃঢ় ভিত্তি লাভ করবে ইনশাল্লাহ।
বিবৃতিতে বলা হয়, সরকারের ভূমিকা যে অত্যন্ত ন্যক্কারজনক তার বড় প্রমাণ হলো গত ৯ আগস্ট রাতে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী এক দল লোক জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়নি। বিজ্ঞপ্তি।