

রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রাবাজার মস্কো এক্সচেঞ্জে মার্কিন ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক ও মস্কো এক্সচেঞ্জ।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে গতকাল বুধবার রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন এই নতুন নিষেধাজ্ঞা ঘোষণার এক ঘণ্টা পরই মস্কো এক্সচেঞ্জে ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দেয় রাশিয়া।
বিবৃতিতে রুশ কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মস্কো এক্সচেঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণের কারণে মার্কিন ডলার ও ইউরোর লেনদেন ও নিষ্পত্তি স্থগিত করা হয়েছে।
রাশিয়ার এই পদক্ষেপের ফলে এখন থেকে দেশটির কোনো ব্যাংক, কোম্পানি বা বিনিয়োগকারীরা মস্কো এক্সচেঞ্জের মাধ্যমে ডলার বা ইউরো লেনদেন করতে পারবে না। তবে এর বদলে ব্যবসায়রা ব্যাংক থেকে লেনদেন করতে পারবেন। তাদের লেনদনের ভিত্তিতে সরকারি বিনিময় হার নির্ধারণের ঘোষণা দিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেশ কয়েক দফা রুশ মুদ্রা রুবলের অবমূল্যায়ন হয়েছে। সামনে এই মুদ্রার দাম আরও কমে যেতে পারে, এমন ভয় এখনো কাটেনি রুশ নাগরিকদের। তাই অনেক রুশ নাগরিক ডলার ও ইউরোয় তাদের অর্থ সঞ্চয় করে থাকেন। মস্কো এক্সচেঞ্জে পশ্চিমা এই দুই মুদ্রার লেনদেন বন্ধ হলেও মানুষের আমানত সুরক্ষিত থাকবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রুশ ব্যাংক থেকে ডলার ও ইউরো কেনা-বেচা করতে পারবেন। দেশের নাগরিক ও কোম্পানির হিসাবের আমানতে থাকা ডলার ও ইউরো নিরাপদ থাকবে।
একজন রুশ ব্যবসায়ী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এসব তেমন পরোয়া করি না। আমাদের ইউয়ান আছে। রাশিয়ায় ডলার ও ইউরো পাওয়া কার্যত অসম্ভব।
এএ