লেক্সার থেকে বেস্ট রিজিওনাল ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড পেল গ্লোবাল ব্রান্ড
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৬-১৪ ০০:৩৬:৫১
লেক্সারের পক্ষ থেকে সমগ্র এশিয়া প্যাসিফিকের মধ্যে বেস্ট রিজিওনাল ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড। গত ৫ জুন তাইওয়ানের রাজধানী তাইপ অনুষ্ঠিত হয় লেক্সার গালা নাইট ২০২৪।
বাংলাদেশ মার্কেটে লেক্সারের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ এবং পরিচালক জসীম উদ্দিন খোন্দকারের হাতে হস্তান্তর করেন লেক্সারের সিইও জনাব রায়ান এবং লেক্সার এশিয়া ১ ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব উইলিয়াম লু।
এছাড়া এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেক্সার এরিয়া সেলস ম্যানেজার আব্যি হসু, লেক্সারের বাংলাদেশ মার্কেটিং ম্যানেজার মরগান এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে লেক্সার ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজার মীর হোসেন সোহাগ।
গত ৩ বছরে বাংলাদেশের বাজারে কম্পিউটার কম্পোনেন্টস ক্যাটাগরিতে লেক্সারের বিশেষ জনপ্রিয়তার পিছনে গ্লোবাল ব্র্যান্ডের অন্যতম গুরুত্বের সৌজন্যতা জানিয়েছেন লেক্সারের মার্কেটিং ম্যানেজার মরগান।
এএ