‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করি, শান্তিপূর্ণ দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রবিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এসময় তিনি বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদের মূল উৎপাটন করতে হলে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠাপোষকতা বন্ধ করতে হবে।”
তিনি আরো বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহে জঙ্গিবিরোধী মতবাদ সৃষ্টি করতে হবে। এছাড়া সমাজের প্রগতিশীল লেখক, শিল্পী, সমাজকর্মীদের তাদের লেখনী ও কর্মের মাধ্যমে সন্ত্রাস বিরোধী জনসচেতনা বৃদ্ধি করতে হবে।”
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, নীলদলের সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ, সভাপতি কর্মকর্তা সমিতির সভাপতি ড. সৈয়দ আহম্মদ, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জঙ্গিবাদকে ‘না’ বলেছেন এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশের স্কুল কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে জনসচেতনামূলক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস