বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়করের দুটি প্রজ্ঞাপন অবৈধ
প্রকাশিত - সেপ্টেম্বর ৫, ২০১৬ ৫:২৫ পিএম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর আরোপ করে জারি করা দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেন।
এর ফলে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর প্রদান করতে হবে না বলে জানিয়েছেন ২৫টি রিট আবেদনের কৌঁসুলি সাখাওয়াত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন ২০০৭ সালের ২৮ জুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ও ২০১০ সালের ১ জুলাই রাজস্ব বোর্ড ওই প্রজ্ঞাপন দুটি জারি করে। এই প্রজ্ঞাপন দুটি সংবিধানের ১৫,১৭, ২৭,৩১, ৩২ অনুচ্ছেদের পরিপন্থী। এমনকি ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪ (৪) (বি) এর পরিপন্থী।
সাখাওয়াত হোসেন আরও জানান, ওই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে অর্থ দাবি করাও অবৈধ বলেছেন আদালত। যেসব অর্থ সংগ্রহ করা হয়েছে সেগুলোও ফেরত দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর বলেন, এখানে সরকারের রাজস্বের বিষয় জড়িত। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাব।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.