টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৪-০৬-২১ ০৯:৪৫:০৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শ।
শুরুতেই বৃষ্টি বাগড়া দেয়। যার কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পরে টস হয়েছে।গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
একমাত্র হার দেখা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। শেষ মুহূর্তে মাত্র ৪ রানের ব্যবধানে হার দেখতে হয়েছে। একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলি অনিকের জায়গায় একাদশে এসেছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শেখ মাহেদি, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
অস্ট্রেলিয়া একদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
এম জি