বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ক্ষমতা বেড়েছে। এখন থেকে কোনও ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগ (আইসিসিডি) এমডি’র অধীনে থাকবে। রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন (আইসিসি) নীতিমালা সংশোধন করে এ পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক।
আগের নীতিমালায় আইসিসিডি’কে পৃথক স্বাধীন ও ব্যাংক কোম্পানি আইনের ১৫ (গ) ধারা অনুযায়ী স্বাধীনতা দেওয়া হয়েছিল। সংশোধিত নীতিমালায় আইসিসিডি প্রধানকে নিরীক্ষা কমিটির কাছে অবাধ প্রতিবেদন দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) নিজেদের দুর্নীতি প্রকাশের ভয়ে আইসিসিডি’কে স্বাধীন রাখার বিরুদ্ধে ছিলেন।
সূত্র জানায়,গত কয়েক বছর ধরে ব্যাংকগুলোতে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইনের ১৫ (গ) ধারা বাস্তবায়নের নির্দেশনা দিয়ে গত ৮ মার্চ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন (আইসিসি) নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণের জন্য প্রতিটি ব্যাংকে একটি আইসিসিডি থাকবে। আগের নির্দেশনায় আইসিসিডি বিভাগের প্রধান হিসেবে একজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদমর্যাদার ব্যক্তি থাকার কথা ছিল। ওই নির্দেশনাতে বিভাগের কাজে ব্যাংকের এমডি কোনও হস্তক্ষেপ করতে পারবেন না বলেও উল্লেখ ছিল। এছাড়া আইসিসিডি প্রধান নিয়োগ, বাতিল, পদোন্নতি, ঝুঁকি-সংক্রান্ত তথ্য অডিট কমিটিও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল।
আগের নীতিমালায় আইসিসিডি প্রধান সরাসরি নিরীক্ষা কমিটির কাছে জবাবদিহি ও কার্যক্রম দাখিল করতেন। ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ পদস্থ ব্যক্তি হতেন আইসিসিডি প্রধান। এখন তৃতীয় সর্বোচ্চ পদস্থ ব্যক্তি এই পদে বসবেন। আগের বিধান অনুসারে ব্যাংকের ঝুঁকিসংক্রান্ত প্রতিবেদন সরাসরি অডিট কমিটির কাছে দিতেন আইসিসিডি প্রধান। এখন তা এমডির মাধ্যমে দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এতোদিন অধিকতর তদারকির জন্য ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগকে স্বাধীন রাখা হয়েছিল। এরই অংশ হিসেবে আইসিসিডি বিভাগের প্রধান নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগত। কিন্তু অধিকাংশ ব্যাংকের এমডিরা এতে আপত্তি তোলেন। সেই আপত্তির পরিপ্রেক্ষিতে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা কমেনি। তবে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগকে (আইসিসিডি) ম্যানেজমেন্টের কাছে দায়বদ্ধ করে দেওয়া হয়েছে।’
সানবিডি/ঢাকা/এসএস