ক্যারিয়ারে এই প্রথমবারের মতো অভিনেত্রী নুসরাত ফারিয়া নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন। গত দুই ঈদে তার অভিনীত দুটি ছবি ‘আশিকী‘ ও ‘বাদশা’ মুক্তি পেলেও এবার একটি ছবিও মুক্তি পাচ্ছে না তার। তাছাড়া ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং করতে গিয়ে টাইফয়েডে আক্রান্ত হয়ে বর্তমানে পূর্ণ বিশ্রামে আছেন তিনি। অন্যদিকে আগামী ১১ তারিখ ঈদ উদযাপন করতে পরিবারসহ পাড়ি দেবেন ভিন দেশে। এ রকম আরো নানা কথা নিয়ে মুখোমুখি হলেন নুসরাত ফারিয়া—
ফারিয়ার কোনো দেখা নেই, কারণ...
কলকাতায় শুটিং চলছিল নুসরাত ফারিয়া অভিনীত ছবি ‘প্রেমী ও প্রেমী’র। ছবির শুটিং করতে করতে এমনই মনভোলা হয়ে পড়েছিলেন যে, নিজের শরীরের এতটুকু যত্নআত্তি করতে পারেননি ফারিয়া। নাওয়া নেই, খাওয়া নেই, শুধু শুটিং আর শুটিং। ফলে যা হওয়ার তাই হয়েছে। হঠাত্ অসুস্থ হয়ে হাসপাতালে ছুটতে হলো ফারিয়াকে। পরে জানা গেল, টাইফয়েডে আক্রান্ত হয়েছেন ফারিয়া। এর পর যথারীতি এক মাসেরও বেশি সময় ধরে বিশ্রামে থাকতে হয়েছে তাকে। গতকাল এসব কথা বলতে গিয়ে ফারিয়া জানালেন, টাইফয়েডের কারণেই সব কাজ থেকে এত দিন বিরত থাকতে হয়েছে তাকে। তবে দুশ্চিন্তার কারণ নেই, আপাতত সুস্থই আছেন তিনি।
প্রথম অভিজ্ঞতার মুখোমুখি ফারিয়া—
‘আশিকী’ আর ‘বাদশা’। গত দুই ঈদে ছবি দুটি দিয়েই আলোচনায় ছিলেন নুসরাত ফারিয়া। এক কথায় বলা যেতে পারে, ক্যারিয়ারের প্রথম দুটি ঈদেই বড় পর্দায় নিজেকে হাজির করেছেন ফারিয়া। কিন্তু এবার এর ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। আসছে ঈদে ফারিয়ার কোনো ছবিই মুক্তি পাচ্ছে না। তবে বিষয়টিকে মোটেও খারাপভাবে দেখছেন না ফারিয়া। হাসি দিয়েই বললেন, ‘এবারের ঈদে কোনো ছবি মুক্তি না পাওয়ায় খুবই খুশি হয়েছি। এই প্রথম পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাব, মজা করব।’
যেভাবে ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন—
‘এবারের ঈদটা আমি ঢাকায় করছি না, পরিবারসহ দেশের বাইরেই ঘুরে বেড়াব। ভারতের গোয়া আমার খুবই পছন্দের। যেহেতু আগে কখনো ওখানে যাওয়া হয়নি। এবার তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহখানেকের জন্য সেখান থেকে ঘুরে আসব।’ ঈদ পালনের পরিকল্পনার কথা বলতে গিয়ে এমনটাই বললেন ফারিয়া। তো বোঝাই যাচ্ছে, ছবি মুক্তি না পাওয়ার সুবিধাটা বেশ ভালোই কাজে লাগাতে যাচ্ছেন তিনি।
‘কলুর বলদ হতে চাই না’
অনেকেই ভাবতে পারেন, আশিকী, বাদশার পর দীর্ঘ সময় ধরে ফারিয়ার কোনো ছবি মুক্তি পাচ্ছে না, এর কারণ কী? সন্দেহ কাটানোর দায়িত্ব এবার ফারিয়াই নিলেন এক হাতে। বললেন, ‘দেখুন, একের পর এক ছবি করার কোনো ইচ্ছা আমার নেই। কলুর বলদের মতো ছবি করতে চাই না, আমার ওই ইনটেনশন নেই। ভালো ছবির দিকেই আমার ঝোঁক। অডিয়েন্স কী চায়, সেটিই আমার ভাবনার জায়গা।’
প্রেমী ও প্রেমীর সঙ্গে বসগিরি—
শিরোনাম দেখে ভড়কে যাবেন না। ব্যাংককে কয়েক দিন আগে একই সময়ে ছবি দুটির গানের দৃশ্যধারণের কাজ চলছিল। তো দৃশ্যটি আর কারো চোখ এড়িয়ে গেলেও নুসরাত ফারিয়ার চোখ এড়িয়ে যায়নি। বসগিরির সেটে গিয়ে যথারীতি সবার সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন তিনি। বিষয় নিয়ে তিনি বলেন, ‘শাকিব খান, আমি দূর দেশে এসেও পাশাপাশি সেটে কাজ করেছি, হাই-হ্যালো দিয়েছি। এটিই ভালো লেগেছে।’
শাকিব খানের বিপরীতে ফারিয়া!
ফারিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, শাকিব খানের বিপরীতে কবে দেখা যাবে আপনাকে? কিছুক্ষণ চুপ থেকে হাসি দিয়ে বললেন, তার সঙ্গে অভিনয় করাটা খুবই ইন্টারেস্টিং হবে। তবে জানি না, ঠিক কবে নাগাদ আমরা জুটি হব। আরেকটি কথা হলো, আমরা দুজনই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছি। এখন দেখা যাক কী হয়।’
ঈদে টিভি পর্দাকে একেবারেই না
আমি দেশের বাইরে চলে যাচ্ছি ১১ সেপ্টেম্বর। আর অসুস্থ থাকায় এখন পর্যন্ত কোনো টিভি অনুষ্ঠানেও যোগ দিইনি। ফলে এবারের ঈদে আমার টিভি পর্দার ভক্তরা আমাকে দেখতে পারবেন না, দুঃখিত।
আর কত দূর ‘প্রেমী ও প্রেমী’?
প্রেমী ও প্রেমী ছবির শুটিং বাকি আছে প্রায় ১০ দিনের। বাকি কাজটুকু শুরু হবে ঈদের পর। মূলত ফারিয়ার অসুস্থতার কারণেই ছবিটির কাজ শেষ করতে দেরি হয়েছে। ছবিটিতে নিজেকে আগের রূপে ফিরিয়ে আনার জন্য যথারীতি কসরতও করছেন ফারিয়া। সূত্র: বনিকবার্তা
সানবিডি/ঢাকা/এসএস