উত্তর গাজায় ৭০ ট্রাক ত্রাণ সহায়তা পাঠাল জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-২৩ ২০:৫৫:৩২


যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণভর্তি ৭০টি ট্রাক পাঠিয়েছে জর্ডান। রোববার (২৩ জুন) জর্ডানের রোয়া নিউজ ডিজিটাল সংবাদপত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।

আলজাজিরারে প্রতিবেদনে বলা হয়, ট্রাকগুলোতে করে প্রয়োজনীয় খাবার, ভোগ্যপণ্য, চিকিৎসাসামগ্রী এবং ওষুধ উত্তর গাজায় পাঠানো হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় এই ত্রাণসামগ্রী পাঠিয়েছে জর্ডানের সেনাবাহিনী এবং জর্ডান হাশেমাইট চ্যারিটি অর্গানাইজেশন (জেএইচসিও)।

প্রতিবেদনে জেএইচসিও-র প্রধান হুসেইন আল-শিবলিকে উদ্ধৃত করে বলা হয়েছে, গাজার বর্তমান অবস্থা নিয়ে সব প্রতিবেদনেই উঠে এসেছে একটি তথ্য। তা হলো- গাজা এখন দুর্ভিক্ষের কাছাকাছি।

হুসেইন আল-শিবলি আরও জানান, জর্ডান গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২১১০টি ত্রাণ সহায়তা ট্রাক এবং ৫৩টি ত্রাণের বিমান পাঠিয়েছে। গাজার মানবিক বিপর্যয় থেকে রক্ষা করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলেও জানান তিনি।

৭ অক্টোবর থেকে চলা গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় অন্তত ৩৭ হাজার ৫৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ৯১১ জন।

বিএইচ