রাশিয়ায় সন্ত্রাসী হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-২৪ ১৪:০৫:০৮

রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তানের উপাসনালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া একজন অর্থোডক্স ধর্মযাজকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।
স্থানীয় সময় রোববার (২৩ জুন) এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দাগেস্তান অঞ্চলের দেরবেন্ত ও মাখাচকালা শহরে দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং পুলিশের একটি তল্লাশিচৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য, একজন অর্থোডক্স পুরোহিতসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আইন প্রয়োগকারী সংস্থার বরাতে জানিয়েছে যে হামলাকারীদের মধ্যে মধ্য দাগেস্তানের সেরগোকালা জেলা প্রধানের দুই ছেলে ছিল। তারা তদন্তকারীদের হাতে আটক হয়েছে।
তবে এই হামলার পেছনে কোন সন্ত্রাসী সংগঠন জড়িত রয়েছে বলে সন্দেহ করছে রুশ কর্তৃপক্ষ। দাগেস্তানের গভর্নর জানান, “আমরা বুঝতে পারি যে এই সন্ত্রাসী হামলার পিছনে কারা রয়েছে এবং তারা কী লক্ষ্য নিয়ে হামলা করেছে।”
তবে যদিও দায়ী হিসেবে কারও নাম উল্লেখ করেননি সের্গেই মেলিকভ। এমনকি এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি। এছাড়া ভয়াবহ এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোন সংগঠনই দায় স্বীকার করেনি।
মেলিকভ জানান, হামলার সময় ছয়জন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পাঁচজন বন্দুকধারীর নিহত হওয়ার খবর জানিয়েছে। দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













