রাজধানীতে অভিযান চালিয়ে এক কোটি টাকার জাল নোটসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের একজন প্রাক্তন কর্মকর্তা রয়েছেন। রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ ছাড়া আজ সকালে র্যাবের পক্ষ থেকে মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায়ও এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, বনশ্রী ও জুরাইন এলাকায় অভিযান চালিয়ে র্যাব এক কোটি টাকার জাল নোটসহ পাঁচজনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে জাল টাকা তৈরির সরঞ্জাম।
সানবিডি/ঢাকা/এসএস