ধর্ষকের ছেলেকে গলা কেটে খুন করলো ধর্ষিতা
আপডেট: ২০১৫-১০-২৩ ১২:৩৬:১৩

সিনেমা না বাস্তব? বারবার তদন্তকারীদের গুলিয়ে যাচ্ছিল গোটাটা। তদন্ত শুরু হয় এক পাঁচ বছরের শিশু নিখোঁজের ঘটনা দিয়ে। পরে তা প্রতিশোধের জেরে খুনের আকার নেয়। পুলিশ সূত্রে খবর, এক ১৩ বছরের কিশোরী এক পাঁচ বছরের শিশুর গলা কেটে খুন করেছে। কারণ, ওই পাঁচ বছরের শিশুর বাবা ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করেছিল। ঘটনাটি ঘটেছে ভারতের লখনৌতে।
তদন্তে উঠে এসেছে যে, এই ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। হোয়াইটনার খাইয়ে এক ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করে এক ব্যক্তি। এর পর প্রতিশোধ নিতে ওই কিশোরী ধর্ষক পাঁচ বছরের ছেলে অমিতকে গলা কেটে খুন করে। গলা কেটে খুন করার সঙ্গে সঙ্গে একটি নির্জন গুদামে নিয়ে গিয়ে বস্তা বেঁধে জ্বালিয়ে দেয় দেহটি।
জানা গিয়েছে মৃত শিশুর নাম অমিত। গত বুধবার অমিত নিখোঁজ বলে পুলিশের কাছে মামলা করে অমিতের বাবা রিঙ্কু। এর পরেই তদন্তে নামে পুলিশ। সেই মতোই গত বৃহস্পতিবার পুলিশ কুকুর অমিতের পোড়া দেহ খুঁজে বার করে। এর পরেই সামনে আসে ধর্ষণের ঘটনা। দুই পরিবারের তরফে খুন ও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। কিশোরীকে পুলিশ এফাজতে নিয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













