ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৮০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ৪৮৯টি, যার ফলে প্রতি আসনে ৪৪ দশমিক ৪৮ জন ভর্তিচ্ছু। বুধবার রাত ১২টায় ভর্তির আবেদনের সময় শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, ক-ইউনিটের এক হাজার ৬৮০টি আসনের বিপরীতে ৯১ হাজার ৯৩২ জন, খ-ইউনিটের দুই হাজার ২৪১টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৬৬ জন, গ-ইউনিটের এক হাজার ১৭০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৬৪ জন, ঘ-ইউনিটের এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে এক লাখ ১৫ হাজার ৮০৮ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৬ হাজার ৬১৯ জন আবেদন করেছে।
ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা জমা দেয়ার শেষ তারিখ বৃহস্পতিবার শেষ হচ্ছে। প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ‘খ’ ও ‘চ’ ইউনিট ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ও ‘ক’, ‘গ’, ‘ঘ’ ইউনিট ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
উল্লেখ্য, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ২৪ সেপ্টেম্বর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোোযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবেন।