যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো ও যানজট নিরসনের জন্য পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল নিষিদ্ধ করেছে সরকার। ঈদের আগের তিন দিন এবং পরের তিন দিন এ নিষেধাজ্ঞা থাকবে।
আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা (কুরবানির ঈদ) উদযাপিত হবে।