লাদাখে ট্যাংক দুর্ঘটনা: পাঁচ ভারতীয় সৈন্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৪-০৬-২৯ ১২:৫১:২৮

ভারতের লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। খবর ‘ইটিভি ভারত’।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইটিভি ভারত’ এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে, শনিবার (২৯ জুন) রাত ৩টায় এই ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ সেনার সবার মরদহে উদ্ধার করা হয়েছে।
ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও ছিল বলে জানিয়েছে ‘ইটিভি ভারত’।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













