সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় ওঠে ওসেছে বিমা খাতের ৪ কোম্পানি। এর মধ্যে শীর্ষ অবস্থান করছে ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ৮০ লাখ ৭৭ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণফুলি ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৪৪ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৭ লাখ ১৩ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২৫ লাখ ৪৪ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ২৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সে ৭ দশমিক ৩৫ শতাংশ, জেমিনি সি ফুডে ৩২ দশমিক ৫২ শতাংশ, ইউনাইটেড এয়ার ওয়েজে ১৬ দশমিক ০৭ শতাংশ, গ্রামীণ ওয়ান স্কিম টুতে ১৩ দশমিক ২৭ শতাংশ, মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ে ১১ দশমিক ২১ শতাংশ, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডে ১০ দশমিক ৯৮ শতাংশ এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডে ৯ দশমিক ১৭ শতাংশ দর কমেছে।
সানবিডি/ঢাকা/এসএস