তুরস্কে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি ৫
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-০১ ১০:১৪:৪৩

তুরস্কের একটি রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের দৃশ্য।
রোববার (৩০ জুন) দেশটির দক্ষিনাঞ্চলীয় শহর ইজমিরে হয় এ দুর্ঘটনা। রেস্টুরেন্টে রান্নার কাজে ব্যবহৃত হতো সিলিন্ডারগুলো। হঠাৎ বিস্ফোরিত হওয়ায় ঘটনাস্থলেই প্রাণ যায় ৫ জনের। বিকট আওয়াজ শোনা যায় বহুদূর পর্যন্ত। এতে ছড়ায় আতঙ্ক।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কিছু ভবন ও রাস্তা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, খবর শোনা মাত্রই অভিযানে নেমেছে জরুরি বিভাগের সদস্যরা।
এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রেস্টুরেন্টটিতে নতুন সিলিন্ডার স্থাপন করেছিলেন ওই ব্যক্তি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













