নিরাপত্তা ঝুঁকি পৃথিবীর সব জায়গাতেই আছে- এমন বাস্তবতা মেনেই বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড।
তবে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল বলেই জানিয়েছেন ব্রড, ‘বাংলাদেশে যাব কি না, এ নিয়ে দোটানায় ছিলাম। তবে এখন মনে হচ্ছে, বাংলাদেশে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। ইসিবিকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে, আমি যেতে প্রস্তুত।’
ঝুঁকি ছাড়া বর্তমানে পৃথিবীর কোথাও সফর করা যাবে না বলে মনে করেন ইংলিশ পেসার, ‘জুলাইয়ে ঢাকায় সন্ত্রাসী হামলার পর থেকেই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারটি আমাদের মনে ছিল। আমাদের মধ্যে কেউই এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি হালকাভাবে নেয়নি। যেখানে নিরাপত্তা ইস্যুটিই প্রধান এজেন্ডা হিসেবে উঠে এসেছে। আমাদের এই দলেই কয়েকজন ক্রিকেটার আছে যারা ২০০৮ সালে মুম্বাই হামলার পরও ভারত সফরে গিয়েছিলাম।’
ব্রড আরো বলেন, ‘আমাদের অনেক আত্মীয় ও বন্ধুবান্ধব বলেছেন, কেবল ক্রিকেট খেলার জন্য নিজেদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে ওখানে যাওয়ারই কী দরকার! কিন্তু আমি মনে করি, দুনিয়াটা বদলে গেছে, নিরাপত্তার ঝুঁকি সব জায়গাতেই আছে। দুঃখজনক হলেও এটাই বাস্তব।’
ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসনের ওপর নিজের আস্থার কথা জানিয়ে ব্রড বলেন, ‘বোর্ড আমাদের বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে আশ্বস্ত করেছে। আমি রেগকে (ডিকাসন) অনেক দিন ধরে চিনি। তিনি আমাদের কখনো বিপদে ফেলেননি। আমরা সবাই বিশ্বাস করি, তিনি আমাদের উপদেশ দিয়েছেন এবং নিশ্চিত করেছেন- আমাদের ভালোভাবে দেখেশুনে রাখা হবে। তিনি এসব বিষয়ে অনেক অভিজ্ঞ।’
বাংলাদেশ সফরেই ক্যারিয়ারের শততম টেস্ট খেলবেন ব্রড। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের পর মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেললে ইংলিশ পেসারের সেটি হবে শততম টেস্ট। তথ্যসূত্র: ডেইলি মেইল।
সানবিডি/ঢাকা/এসএস