গেইনারে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং

প্রকাশ: ২০১৫-১০-২৩ ১৩:০৪:০১


Far-East-Knitting-and-Dyingঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে টপটেন গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাতের ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির দর ১৯ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন গড়ে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ৯১ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের চার কার্যদিসবে কোম্পানিটির মোট ৭ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় অবস্থানে রয়েছে বেঙ্গল উইসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১০ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি প্রতিদিন গড়ে ২ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১১ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার।

আর ৯ দশমিক ৪৩ শতাংশ দর বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড। প্রতিদিন গড়ে ৯০০০ টাকার হিসেবে সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসিতে ৮ দশমিক ৪৫ শতাংশ, এমারেল অয়েল ইন্ডাস্ট্রিজে ৮ দশমিক ৪৪ শতাংশ, ন্যাশনাল টিউবসে ৮ দশমিক ১১ শতাংশ, আল-হাজ টেক্সটাইলে ৭ দশমিক ৫১ শতাংশ, আমান ফিডে ৭ দশমিক ১২ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ৭ দশমিক ০৭ শতাংশ ও আইসিবি ৬ দশমিক ৪৫ শতাংশ।