শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, যারা কোটা আন্দোলন করছেন তারা রাজনৈতিক অধিকারের জায়গা থেকে করছেন। এতে প্রমাণ হয়, বাংলাদেশে বাকস্বাধীনতা আছে।
রোববার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এমন কোনো ইস্যু পেলে তা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা যেন সেই ফাঁদে পা না দেই। আমাদের দেখতে হবে, এখানে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা।
এ ছাড়া বিষয়টি উচ্চ আদালতে এখনও বিচারাধীন জানিয়ে শিক্ষামন্ত্রী বেলন, এটা নিয়ে রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আমার পক্ষে আদালত অবমাননার শামিল।
বিএইচ