সমাজের সবার কাছে নিজের মেয়েকে স্ত্রী বলে পরিচয় দিয়ে টানা দুই বছর ধরে ধর্ষণ করেছেন ইংল্যান্ডের এক ব্যক্তি। ক্রিস্টোফার নামে ওই ব্যক্তি প্রথমে মেয়ে এমাকে ড্রাগসের নেশায় আসক্ত করেছিলেন। নেশাচ্ছন্ন হওয়ার সুযোগ নিয়ে মেয়েকে ধর্ষণ করতেন তিনি। এ ছাড়া কলেজে গেলে এসএমএস করে নানাভাবে মেয়েকে উত্ত্যক্ত করতেন।
শেষ পর্যন্ত বাড়ি থেকে পালিয়ে গিয়ে বাবার অপকীর্তি ফাঁস করে দিয়েছেন এমা ব্রাট নামের মেয়েটি। এমা-র যখন ১৫ বছর বয়স তখন মায়ের সঙ্গে বাবার ঝামেলার পর অন্যত্র চলে যায় এমা। সেখানে এমা-র সঙ্গে থাকতে শুরু করেন ক্রিস্টোফার। সেখানেই মেয়েকে কোকেনের নেশা ধরিয়ে দেন তিনি। কোকেন ছাড়া থাকতেই পারতেন না এমা। আর তাকে কোকেনের জোগান দিত বাবা ক্রিস্টোফার।
ড্রাগসের নেশায় আচ্ছন্ন অবস্থাতেই মেয়েকে ধর্ষণ করতেন তিনি। এমনকী মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে পোস্টও করতেন বিকৃত রুচির ক্রিস্টোফার। দু বছর পর এমা নেশা থেকে বেরিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। তারপর পুলিশের দ্বারস্থ হন।
মেয়ের অভিযোগের পর বাবাকে গ্রেফতার করা হয়। এর আগে ক্রিস্টোফারের বিরুদ্ধে বিকৃত যৌনাচারের অভিযোগ উঠেছিল। ১২ বছরের জেল হয়েছে ক্রিস্টোফারের।
সানবিডি/ঢাকা/এসএস