অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ
প্রকাশ: ২০১৬-০৯-১৭ ১৭:০৯:২৫

অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ রয়েছেন। নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে প্রবীণ এই অভিনেতার স্ত্রী রাজিয়া হাসান জানান, গত ১০ দিন ধরে আমার স্বামী নিখোঁজ। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন কিছুই জানি না। আমরা খুবই উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। এদিকে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ফখরুল হাসান বৈরাগীর ছেলের পক্ষে একটি স্ট্যাটাস শেয়ার করা হয়েছে।
স্ট্যাটাসটিতে লেখা আছে: “জনপ্রিয় টিভি অভিনেতা, বিশিষ্ট পরিচালক, জাতীয় বেতার শিল্পী, বিখ্যাত নাট্যকার, ফখরুল হাসান বৈরাগী – আমার বাবা। গত ৭ই আগস্ট, ২০১৬ থেকে তিনি নিখোঁজ। বাসার দারোয়ানের কথা অনুযায়ী তিনি সেই দিন আনুমানিক ৯:২০ মিনিটে আমাকে কলেজে নামিয়ে আসার পর বাসায় গাড়িটি পার্ক করে দারোয়ানের কাছে চাবিটি দিয়ে বের হয়ে যায় এই বলে “তোমার খালাম্মাকে চাবিটা দিয়ে দিও”।
ফেসবুক স্ট্যাটাসটিতে জানানো হয়, ফখরুল হাসান বৈরাগী ওইদিন বাড়ি ফিরে না আসার পর থানায় জি ডি করা হয়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খবর নেওয়া হয়েছে। কেউ কোনো সন্ধান পেলে ০১৯৬২৭৫৯৯৯৩ নাম্বারে ফোন করার অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজের বিষয়টিকে কেউ যেন হাসি ঠাট্টার বিষয়ে পরিণত না করে সেজন্য অনুরোধ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













