সামাজিক আন্দোলন ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব না: স্বরাষ্ট্রমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১১ ১৫:৪০:৪৫
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সামাজিক আন্দোলন ছাড়া সরকারের পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব না। সবাই মিলে ঘুরে দাঁড়ালে মাদকের বিরুদ্ধে আন্দোলন জোরদার হবে। ইয়াবার মূল সরবরাহ আসে মায়ানমার থেকে। মাদকমুক্ত করার জন্য রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, কারাগারে মাদক মামলার আসামি ৩০ থেকে ৪০ ভাগ। সরকার আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে এর সরবরাহ হ্রাসের এটা নিয়ন্ত্রণ করা কঠিন।
এম জি