কর্মীদের ১৯৭ মিলিয়ন ডলারের শেয়ার উপহার দেবেন টুইটার সিইও
প্রকাশ: ২০১৫-১০-২৩ ১৪:২৮:৫১
টুইটারে থাকা নিজের শেয়ারের একটি অংশ কর্মীদের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন অনলাইনে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডোরসে।
তিনি জানিয়েছেন, কোম্পানিতে তার মালিকানাধীন শেয়ারের তিন ভাগের এক ভাগ কর্মীদের দেবেন তিনি। যার মোট বাজার মূল্য ১৯৭ মিলিয়ন মার্কিন ডলার এবং কোম্পানির মোট সম্পত্তির প্রায় ১ শতাংশ।
জ্যাক ডোরসে বলেন, কর্মীদের উদ্বুদ্ধকরণের জন্য আমার সরাসরি পুনঃবিনিয়োগ পরিকল্পনার অংশ এটি।
এ প্রসঙ্গে এক টুইট বার্তায় তিনি আরও বলেছেন, ছোট কোনো কিছুর বড় অংশের চেয়ে বড় কোনো কিছুর ছোট অংশ হয়ে থাকতে চাই আমি।
তবে সিইও জ্যাক ডোরসের এই সিদ্ধান্তের বিষয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। তবে গত সপ্তাহে কোম্পানির ৩৩৬ জন কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল টুইটার; যা তাদের মোট কর্মীর ৮ শতাংশ।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত জুলাইয়ে টুইটারের সাবেক প্রধান ডিক কসতোলো অবসরে যাওয়ায় সাময়িকভাবে এই পদের দায়িত্ব নেন জ্যাক ডোরসে। চলতি মাসের শুরুতে স্থায়ীভাবে টুইটার প্রধানের ভার গ্রহণ করেন তিনি।
প্রসঙ্গত, গত সপ্তাহে টুইটারের ৪ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেভ বালমার। বর্তমানে টুইটারের তৃতীয় সর্বোচ্চ শেয়ারের মালিকানা রয়েছে তার কাছে।
সানবিডি/ঢাকা/এসএস