যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফের তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে সহিংসতার হুমকির প্রশ্ন তুলে ধরেছেন। তিনি হিলারিকে তার সুরক্ষায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টদের স্বেচ্ছায় নিরস্ত্র করার পরামর্শ দিয়েছেন। হিলারিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘রক্ষীদের নিরস্ত্র করে দেখেন আপনার কি হয়।’
যুক্তরাষ্ট্রের সংবিধানে আমেরিকানদের অস্ত্র রাখার অধিকারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ক্লিনটন সরকারের নিয়োগ দেয়া নিরাপত্তা রক্ষীদের অস্ত্র ত্যাগ করা উচিত। কারণ তিনি ‘আপনাদের দ্বিতীয় সংশোধনী ধ্বংস’ করতে চান। শুক্রবার মায়ামিতে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তার দেহরক্ষীদের সকল অস্ত্র ত্যাগ করা উচিত। অবিলম্বে তাদের নিরস্ত্রও করা উচিত।’ সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প ও হিলারি দু’জনকেই নিরাপত্তা দেয়।
হিলারির শিবিরের ব্যবস্থাপক রবি মুক রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, তাদেরকে একজন প্রেসিডেন্ট প্রার্থীর আয়ত্তের বাইরে রাখা উচিত। তিনি এক বিবৃতিতে বলেন, সমাবেশে বিক্ষোভকারীদের উত্তেজিত করতে বা এটা মজা করার জন্যও যদি বলা হয়ে থাকে তাহলেও একজন প্রেসিডেন্ট প্রার্থীর এ ধরণের বক্তব্য অগ্রহণযোগ্য।
রবি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য এবং রিপাবলিকান নেতাদের ট্রাম্পের এ ধরণের বিরক্তিকর আচরণের বিরুদ্ধে দাঁড়ানোর এখনই সময়। হিলারি বন্দুক নিয়ন্ত্রণের কয়েকটি শর্তের পক্ষে থাকলেও ট্রাম্প বলে বেড়াচ্ছেন, হিলারি সব ধরণের বন্দুক বন্ধ করতে চান।