প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে যা দরকার সব করব : স্বাস্থ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১৩ ১৭:০৩:৫৭


স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব করব।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। এর আগেও আমি চট্টগ্রাম বিভাগে গিয়েছি। রাজশাহীতে যাব, খুলনা যাব বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াব। আমি সমস্যাটি জানি। কারণ আমি নিজেও একজন ডাক্তার। আমি বিষয়গুলো সম্পর্কে জানি। আমি উপজেলা থেকে উঠে এসেছি। আমি নিজেও যেহেতু একজন ডাক্তার এই সমস্যাগুলো আমি জানি। মন্ত্রী হওয়ার আগেও বিষয়গুলো আমার জানা ছিল। তবে এই পরিবর্তনগুলো রাতারাতি করা সম্ভব না।

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে হাসপাতালটি নির্মাণে ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা ব্যয় হয়েছে।

বিএইচ