সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
তাপসীকে শ্লীলতাহানি!
প্রকাশিত - সেপ্টেম্বর ১৮, ২০১৬ ১২:১৫ পিএম
শ্লীলতাহানি যেন সর্বত্র বিরাজমান। বাস স্টপ, রাস্তাঘাট বা বাজারে নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই ইভটিজিং, ফোনে জ্বালাতনকে নতুন কিছু মনে করেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তিনি নিজেও হয়েছেন শ্লীলতাহানির শিকার।
সম্প্রতি নিজের অভিনীত পিঙ্ক ছবি নিয়ে কথা বলতে গিয়ে এমনটিই বললেন দক্ষিণী ছবির এ অভিনেত্রী।
বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন অভিনীত পিঙ্ক -এ সাহসী এবং আত্মবিশ্বাসী মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।
পিঙ্ক ছবিটি তৈরি হয়েছে শহরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের কাহিনী নিয়ে।
পিঙ্ক নিয়ে কথা বলতে গিয়ে তাপসী বললেন, আমিও শ্লীলতাহানির শিকার হয়েছিলাম। আমার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমারই বাবা-মা। তখন আমার বয়স ১৪ বা ১৫। একবার গুরু নানকের জন্মদিনে গুরদ্বারে বন্ধুদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বুঝতে পারলাম, কেউ যেন আমার শ্লীলতাহানির চেষ্টা করছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে পিঙ্ক। এরইমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.