

পাবনার আটঘরিয়ায় এক নারীকে শ্বাস রোধ করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সালমা খাতুন (২৬)। তিনি আটঘরিয়া পৌর এলাকার কলেজপাড়া মহল্লার নিজাম উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুর গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে তার কয়েক বছর আগে বিয়ে হয়েছিল। গত চার বছর আগে জহুরুলের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর থেকে সালমা আটঘরিয়া কলেজ পাড়ায় বাবার বাড়িতে থাকতেন।
গতকাল রাত আটটার পর বাড়ি থেকে বের হওয়ার পর হঠাৎ করেই নিখোঁজ হন তিনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সালমার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। আজ সকালে বাড়ির পাশে কলা বাগানের মধ্যে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে নিহত সালমা খাতুনের ভাই সেলিম হোসেন অভিযোগ করেছেন, প্রতিবেশি বাহাদুর প্রামাণিকের ছেলে তসলিম হোসেন, কালাম হোসেন সহ তাদের অন্যান্য ভাইদের সঙ্গে সালমার বাবা নিজাম উদ্দিনের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সালমাকে তুলে নিয়ে তারা হত্যা করেছে।
সানবিডি/ঢাকা/এসএস