‘হেট স্টোরি-টু’ সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করে বলিউডে রাতারাতি তারকা বনে গেছেন ছোট পর্দার অভিনেত্রী সুরভিন চাওলা। সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘পার্চড’। এ সিনেমাটিতেও বোল্ড দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
এ প্রসঙ্গে সুরভিন বলেন, ‘আমি ভাগ্যবান যে বলিউডে আমি ঠিকঠাক মানুষদের সঙ্গ পেয়েছি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখনো এ ধরনের কুপ্রস্তাবের মুখে পড়তে হয়নি। হতে পারে আমি আমার কথাবার্তায় এতটাই স্মার্ট ছিলাম যে, কখনো কেউ কোনো কু ইঙ্গিত করার সাহস দেখাননি। তবে তামিল সিনেমা করতে গিয়ে এমন অভিজ্ঞতার শিকার হয়েছি। অডিশনের পর আমি খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র পেয়েছিলাম। ওটা খুব বড় একটা ফিল্ম ছিল। খুব নাম করা পরিচালক। যিনি নিজে হিন্দি জানেন না। তার কত বড় ধৃষ্টতা, এক বন্ধুকে দিয়ে ফোন করিয়ে তিনি আমায় তার সঙ্গে রাতে থাকার প্রস্তাব দেন। যত দিন ফিল্মটি তৈরির কাজ চলবে তত দিন আমাকে এটা করতে হবে বলে জানান পরিচালকের সেই বন্ধু। আমি না বলে চলে আসি।’
সুরভিন আরো জানিয়েছেন, অভিনয়ের স্ট্রাগলিং পিরিয়ডে তাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তিনি একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন। কাজের কারণেই তার ফিরতে রাত হয়ে যেত। যে কারণে তাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার কোনো টাকা ছিল না, সাহায্য করার কেউ ছিল না, রান্না করে দেওয়ারও কেউ ছিল না। আমি একেবারে একা ছিলাম। পরিবারকে খুব মিস করতাম। বাবা-মা সব সময় আমার জন্য চিন্তা করতেন। তবে তীব্র সংগ্রামের পর আজকের এই স্বীকৃতি পেয়েছি।
সানবিডি/ঢাকা/এসএস