পবিত্র ঈদুল আজহার ১২দিনের ছুটি শেষে আজ রোববার সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা হয়েছে। আগামীকাল থেকে চলবে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান বলেন, ঈদের ছুটি শেষে রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে এবং আগামী সোমবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।
ঈদুল আজহা উপলক্ষে ৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। ১২ দিনের ঈদের ছুটিতে ৮ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল বন্ধ রাখা হয়।
সানবিডি/ঢাকা/এসএস