ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে
আপডেট: ২০২৪-০৭-১৫ ১৯:৫৯:০০

চলতি বছরের মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে। আলোচ্য সময়ে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে লেনদেন এপ্রিল মাসের তুলনায় ১ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এছাড়া মে মাসে দেশের বাইরেও কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। আর বাংলাদেশে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে ১৪ দশমিক ৬৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে দেশের ভেতর ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৮৩ কোটি টাকা। আর মে মাসে হয়েছে ২ হাজার ৭৪২ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে কমেছে ৪১ কোটি টাকা।
এর মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১ হাজার ৪০১কোটি, খুচরা দোকানে ৩৭৬ কোটি, ইউটিলিটি বাবদ ২৪৫ কোটি, নগদ উত্তোলন ১৯৩ কোটি, ফার্মেসিতে ১৫১ কোটি, কাপড় কেনায় ৩১১ কোটি, ফান্ড স্থানান্তর ৯০ কোটি, পরিবহনে ৮৭ কোটি, বিজনেস সার্ভিস ৫৩ কোটি, প্রফেশনাল সার্ভিস ১৯ কোটি ও সরকারি সেবায় ১১ কোটি টাকা।
এছাড়া, দেশের ভেতর মে মাসে ভিসা কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ১ হাজার ৯৭০ কোটি টাকা, মাস্টার কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ৪৮৬ কোটি টাকা, অ্যামেক্সের মাধ্যমে খরচ হয়েছে ২৮১ কোটি টাকা, ডিনার্সের মাধ্যমে খরচ হয়েছে ২ কোটি টাকা, কিউক্যাশ প্রোপ্রাইটরের মধ্যে খরচ হয়েছে ১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, গত মে মাসে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৪৫৬ কোটি টাকা। যেটা এপ্রিলে ছিল ৫০৬ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে কমেছে ৫০ কোটি টাকা।
বিদেশে খরচের মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১২১ কোটি, খুচরা দোকানে ৭৯ কোটি, নগদ উত্তোলন ২৬ কোটি টাকা, ফার্মেসিতে ৫৯ কোটি টাকা, কাপড় কেনায় ৩৭ কোটি টাকা, পরিবহনে ৪০ কোটি টাকা, ব্যবসায় সেবা বাবদ ৩৫ কোটি টাকা, সরকারি সেবায় ২৬ কোটি টাকা, প্রফেশনাল সার্ভিস ১৮ কোটি টাকা ও ইউটিলিটি বাবদ ১১ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসেও বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন ভারতে ৭৬ কোটি টাকা। এরপর রয়েছে যুক্তরাষ্টে ৭৫ কোটি টাকা। এই দুই দেশের পর বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের বেশি ব্যবহার করেছেন থাইল্যান্ডে ৩৮ কোটি ও ইউএইতে ৩৬ কোটি টাকা। এছাড়া, যুক্তরাজ্যে ৩৫ কোটি, সিঙ্গাপুরে ৩৩ কোটি, কানাডায় ২৭ কোটি, সৌদিতে ১৩ কোটি, মালয়েশিয়ায় ১৭ কোটি, আয়ারল্যান্ডে ১৩ কোটি, অস্ট্রলিয়ায় ১২ কোটি ও অন্যান্য দেশে ৬৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ১৬৯ কোটি টাকা। এর আগের মাস এপ্রিলে যেটা ছিল ১৯৯ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে কমেছে ২৯ কোটি টাকা।
বিদেশি নাগরিকদের মধ্যে মার্কিন নাগরিকরা খরচ করেছে ৪০ কোটি টাকা, যুক্তরাজ্যের নাগরিকরা খরচ করেছে ১৫ কোটি, ভারতের নাগরিকরা খরচ করেছে ২০ কোটি, অস্ট্রলিয়ানরা খরচ করেছে ৬ কোটি, কানাডার নাগরিকরা খরচ করেছে ৫ কোটি, সিঙ্গাপুরের নাগরিকরা খরচ করেছে ৮ কোটি, জাপানিরা খরচ করেছে ৭ কোটি, ইউএই’র নাগরিকরা খরচ করেছে ৬ কোটি, চীনারা খরচ করেছে ৬ কোটি, সৌদি নাগরিকরা খরচ করেছে ২ কোটি, ইটালির নাগরিকরা খরচ করেছে ২ কোটি । অন্যান্য দেশের নাগরিকরা খরচ করেছে ৪১ কোটি টাকা।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













