ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজারের শীর্ষে সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড রয়েছে। এদিন শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৫১ শতাংশ কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১১ বারে ৫৫০টি শেয়ার লেনদেন করে।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫০ পয়সা বা ৪ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯০ বারে ১ লাখ ৬ হাজার ৩৪৭টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫০ পয়সা বা ৪ দশমিক ৩১ শতাংশ দর কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার মেঘনা কনডেন্স মিল্ক, জেমিনি সি ফুড, ইভিন্স টেক্সটাইল, ইপিজিডিসিএল, রেনউইক যজ্ঞেস্বর ও একমি ল্যাবরেটরিজ।