মেসিকে ছাড়াই শিরোপা উৎসব করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৪-০৭-১৬ ২০:০৬:৫৮


টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জয় করে সোমবার নিজেদের দেশের রাজধানী বুয়েন্স আয়ার্সে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। তাদের বরণে সেখানে অপেক্ষায় ছিলেন হাজার হাজার ফুটবল সমর্থক। ছাদখোলা বাসে করে শিরোপা উৎসবে মেতে ওঠে আর্জেন্টিনা ফুটবলাররা।

তবে এবারের আর্জেন্টিনার শিরোপা উৎসবে ছিলেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে গোড়ালিতে যে চোট পেয়েছিলেন, তার চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রের মিয়ামিতেই থেকে যান। যেখানে অনুষ্ঠিত হয়েছিলো কোপা আমেরিকার ফাইনাল।

মেসি না থাকায় বুয়েন্স আয়ার্সে পৌঁছার পর আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেন কোচ লিওনেল স্কালোনি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। ডি মারিয়া কোপার ফাইনালেই আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

নিজের ইনজুরির আপডেট জানিয়ে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ হয়ে গেছে। সব কিছুর আগে প্রথমেই আমি ভক্ত-সমর্থক সবাইকে ধন্যবাদ জানাই। কারণ, শুভাকাঙ্খীরা সবাই মেসেজ দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।’

মেসি বলেন, ‘আমি ভালো আছি। আশা করছি খুব দ্রুতই মাঠে ফিরতে পারবো এবং আমি যা করতে পছন্দ করি তা করতে পারবো।’

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতেই রাস্তা নেমে পড়েন হাজার হাজার ফুটবল সমর্থক। রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় তিল ধারণের জায়গাও ছিল না। আর্জেন্টিনার জাতীয় পতাকা, মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ার ছবি, জাতীয় দলের জার্সি পরে গভীর রাতেই উৎসবে মাতেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।

সকাল হওয়ার পরও শহরের প্রধান রাস্তা ছিল হাজার হাজার মানুষের দখলে। পুলিশের অনুরোধেও রাস্তা খালি করার আগ্রহ দেখা যায়নি উৎসবমুখর মানুষের। শেষে বিশাল পুলিশ বাহিনী জলকামান নিয়ে এসে রাস্তা খালি করে। নামানো হয় ‘রায়ট পুলিশ’ও (দাঙ্গা দমনকারী পুলিশ)।

পুলিশের এই আচরণে পরিস্থিতি কিছুটা অশান্ত হয়ে ওঠে। অনেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন। ঘটনায় কয়েক জনের ছোটখাট আঘাত লাগলেও গুরুতর কিছু হয়নি।

বিএইচ