থাইল্যান্ডে হোটেল রুম থেকে ছয় জনের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৪-০৭-১৬ ২১:১৮:২৪

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেল রুম থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশটির রাজধানীতে এ ঘটনা ঘটে।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার বিষয়ে লুম্পিনি পুলিশকে জানানো হয়। সেখানে গিয়ে পুলিশ তিন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে। দরজার সামনে তাদের লাগেজ পাওয়া গেছে।
পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং তথ্য সংগ্রহ করতে সেখানের লোকদের জিজ্ঞাসাবাদ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের ছয়জনই ভিয়েতনামের নাগরিক। তবে তাদের মধ্যে দুইজনের মার্কিন নাগরিকত্বও রয়েছে।
তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ও পরে নিশ্চিত হওয়া গেছে যে তারা বিষক্রিয়ায় মারা গেছেন। তবে তারা আত্মহত্যা করেছেন নাকি তাদের বিষপ্রয়োগ করে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













