সহিংসতায় জড়িত ইসরাইলিদের বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-১৮ ১৩:৫৩:১৭


ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতায় অভিযুক্ত ইসরাইলিদের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এটি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। খবর টিআরটি ওয়ার্ল্ড।

শুধু তাই নয়, সহিংস কর্মকাণ্ড করেছে এমন ইসরাইলিদের বিরুদ্ধে জবাবদিহিতার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছর এ নিয়ে একাধিকবার ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।

নতুন ঘোষণায় অন্তত ২০ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই নিষেধাজ্ঞায় এসেছে সাবেক ইসরাইলি সৈনিক এলর আজরিয়ার নামও। যিনি ২০১৬ সালে একজন আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত এবং নয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘এটি বর্ধিত সহিংসতার একটি বিস্তৃত প্রবণতা সম্পর্কে যা আমরা দুঃখজনকভাবে গত কয়েক মাস ধরে দেখেছি এবং এর জন্য জনগণকে জবাবদিহি করতে ইসরাইলের আরও বেশি কিছু করার প্রয়োজন।’

এই নিষেধাজ্ঞার ফলে ইসরাইলি ব্যক্তি এবং তাদের পরিবারের লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

মিলার বলেছেন, ‘ ইসরাইল সরকার পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন কিছু অপরাধীকে গ্রেফতার করা। কিন্তু সেই পদক্ষেপগুলি যথেষ্ট ছিল না।’

এম জি