পারিবারিক কলহ ও দ্বিতীয় স্ত্রী রাজিয়া হাসানের সঙ্গে রাগারাগি করে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। অবশেষে বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য। তৃতীয় স্ত্রীর কাছে ছিলেন তিনি।
১৯ সেপ্টেম্বর পুলিশের কাছে বৈরাগী স্বীকার করেছেন যে তিনি আত্মগোপনে যাননি। দ্বিতীয় পক্ষের স্ত্রী রাজিয়া হাসানের সঙ্গে রাগারাগির জের ধরে ঘর ছেড়ে তৃতীয় স্ত্রীর বাসায় উঠেছিলেন। বৈরাগী জানান, ২০ বছর ধরে ওই নারীর সঙ্গে তার স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকলেও তারা রেজিস্ট্রি বিয়ে করেননি। তাদের ঘরে এক সন্তান রয়েছে।
৪১ দিন ‘নিখোঁজ’ থাকার পর ১৯ সেপ্টেম্বর দুপুরে নিজে এসে কলাবাগান থানায় হাজির হন ফখরুল হাসান বৈরাগী। পরে পুলিশ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়।
জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর রাজিয়া হাসানকে বিয়ে করেন ফখরুল হোসেন বৈরাগী। এই ঘরে তার দুই সন্তান। আর তৃতীয় স্ত্রীর ঘরে বৈরাগীর এক সন্তান।
সানবিডি/ঢাকা/এসএস