ভারতে খেলা বিপজ্জনক: মিসবাহ
প্রকাশ: ২০১৫-১০-২৩ ১৪:৫৬:২৭
ভারতে ক্রিকেট খেলা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হক। এইকসঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা বাতিল হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। তাই ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখার পরামর্শও দিয়েছেন এই বর্ষীয়ান ক্রিকেটার।
গত সপ্তাহে মুম্বাইতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বৈঠকে বসার কথা ছিল দুই দেশের ক্রিকেট বোর্ড প্রধানদের। তবে বৈঠকের আগেই ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সমর্থকরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর সদর দপ্তরে বিক্ষোভ করে। এতে আলোচনা ভেস্তে যায়।
পাশাপাশি শিবসেনার কর্মীদের হুমকির মুখে নিরাপত্তা আশঙ্কায় চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি ম্যাচগুলো থেকে পাকিস্তানের আম্পায়ার আলিম দারকে প্রত্যাহার করে নেয় আইসিসি। একই কারণে সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা পাকিস্তানের সাবেক দুই স্পিডস্টার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার ভারত ছাড়তে বাধ্য হন।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মিসবাহ-উল-হক বলেন, “শুধু ভারত-পাকিস্তানের জন্য নয়। আমার মনে হয়, এসব যেকোনো দেশের জন্যই হতাশাজনক। আমি বিশ্বাস করি, সব ধরনের খেলা থেকে রাজনীতিকে দূরে রাখা উচিত। অন্যথায় সব দেশের জন্যই ব্যাপারটি কঠিন হয়ে যাবে। আমাদের উচিত সবার সঙ্গেই খেলা।”