রাতের মধ্যেই বাসাবাড়িতে স্বাভাবিক হতে পারে ব্রডব্যান্ড ইন্টারনেট: আইএসপিএবি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-২৪ ১৫:৫২:২৬


বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট আজ বুধবার রাতের মধ্যেই চালু হতে পারে বলে জানিয়েছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন-আইএসপিএবি।

বুধবার (২৪ জুলাই) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।

এদিকে, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পাঁচ দিন পর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনও মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ জানান, শিগগিরই মোবাইল ইন্টারনেট চালু করা হবে।

তিনি জানান, বুধবার (২৪ জুলাই) মোবাইল ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হতে পারে। বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, প্রথমে সরকারি হাসপাতাল, ওয়াসা, ডেসকো ও ব্যাংকগুলোতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এরপর জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন গণমাধ্যমের অফিস, বাণিজ্যিক এলাকা, বাংলাদেশ রেলওয়ে ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট দেওয়া হয়। ধীরে ধীরে ইন্টারনেট সেবার আওতাধীন এলাকার পরিধি বাড়ানো হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের জেরে দেশজুড়ে শুরু হওয়া সহিংসতার পর বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

বিএইচ