মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় প্রত্যাশা ও গাঙ্গচিল পরিবহনের দুটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সানবিডি/ঢাকা/এসএস