মোবাইল ফোনে পুরস্কার জেতার নাম করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় যশোরে একজনের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। তার নাম আনোয়ার হোসেন। তার বাড়ি যশোর শহরের বৌ বাজার এলাকার।
গত কয়েক বছর ধরেই মোবাইল ফোনে এ ধরনের প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে। মোবাইল ফোন কোম্পানিগুলো বারবার জানিয়েছে, তাদের নির্ধারিত নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে অপারেটরের পক্ষ থেকে ফোন করা হয় না। আর কোনো মোবাইল ফোন কোম্পানিই এ ধরনের লটারির ব্যবস্থা করে না। তারপরও এই প্রতারণা বন্ধ হয়নি।
স্বজনরা জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর সম্প্রতি আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একজন কল করে ১৪ রাখ টাকা লটারি জেতার কথা জানায়। নিজেকে গ্রামীণ ফোন সেন্টারের কর্মী পরিচয় দেয়ায় এবং কিছুদিন আগে সিম নিবন্ধন করায় এই খবর অবিশ্বাস করেননি আনোয়ার।
আনোয়ারকে জানানো হয়, পুরস্কারের টাকা নিতে হলে খরচ বাবদ দুই লাখ ২০ হাজার টাকা দিতে হবে। ফল বিক্রেতা আনোয়ার ধারদেনা করে বিকাশের মাধ্যমে এক লাখ ১৭ হাজার টাকা পাঠান তিনি। এরপর থেকে ওই চক্রটি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
স্বজনরা জানান, এই পর্যায়ে আনোয়ার বোঝেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এটা ভেবে অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। আর মানসিক চাপ সইতে না পেরে সোমবার ভোরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
যশোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন ঢাকাটাইমসকে জানান, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে